ঢাকা      শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের, ১৮২তম বাংলাদেশ

IMG
05 April 2025, 2:54 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্টের প্রকাশিত সর্বশেষ নোমাড পাসপোর্ট সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড। ২০০টি দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮২তম। শুক্রবার এই বৈশ্বিক পাসপোর্ট র‍্যাংকিং প্রকাশ করা হয়।

তালিকায় ১০৯ স্কোর নিয়ে শীর্ষস্থান দখল করেছে আয়ারল্যান্ড। দেশটির পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারেন। এই তালিকায় বাংলাদেশের স্কোর ৩৮। বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন।

তালিকায় বাংলাদেশের ঠিক আগেই রয়েছে নেপাল। দেশটির স্কোর ৩৯.৫। বাংলাদেশের ঠিক পরে আছে মিয়ানমার, স্কোর ৩৭.৫। ভারত ১৪৮তম (স্কোর ৪৭.৫) এবং পাকিস্তান ১৯৫তম (স্কোর ৩২) অবস্থানে রয়েছে।

নোমাড ক্যাপিটালিস্টের বার্ষিক র‍্যাংকিংয়ে এবারই প্রথম ইউরোপের দেশ আয়ারল্যান্ড এককভাবে শীর্ষস্থান দখল করলো। দেশটি এর আগে ২০২০ সালে লুক্সেমবার্গ ও সুইডেনের সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছিল।

প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী হ্যাভিয়ের কোরেয়া সিএনবিসি ট্রাভেলকে বলেন, 'বিদেশে আয়ারল্যান্ডের সুনাম, ব্যবসা-বান্ধব কর নীতি এবং নাগরিকত্বের সামগ্রিক নমনীয়তার কারণে আয়ারল্যান্ডের র‍্যাংকিংয়ে এই পরিবর্তন এনেছে।"

পাসপোর্টের অন্যান্য র‍্যাংকিং শুধুমাত্র ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধার ওপর ভিত্তি করে তৈরি হলেও, নোমাড ক্যাপিটালিস্টের সূচক পাঁচটি মানদণ্ড বিশ্লেষণ করে:

ভিসা-মুক্ত ভ্রমণ — ৫০%
কর ব্যবস্থা — ২০%
বৈশ্বিক ধারণা — ১০%
দ্বৈত নাগরিকত্ব ধারণের ক্ষমতা — ১০%
*ব্যক্তিগত স্বাধীনতা (গণমাধ্যমের স্বাধীনতা, বাধ্যতামূলক সামরিক পরিষেবা ইত্যাদি) — ১০%

সূচক অনুযায়ী, এই বিষয়গুলো বিভিন্ন দেশের নাগরিকত্বের 'প্রকৃত মূল্য' বুঝতে সাহায্য করে, যা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হয়।

তালিকায় শীর্ষ ১০টি স্থানের মধ্যে নয়টিই ইউরোপীয় দেশগুলোর দখলে। এর মধ্যে সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দেশের পাশাপাশি লুক্সেমবার্গ ও মাল্টার মতো ছোট দেশও আছে।

ইউরোপের বাইরে সর্বোচ্চ র‍্যাংক ধারী পাসপোর্ট হলো সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ডের। দেশ দুটি যৌথভাবে ১০ম স্থানে রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে নোমাড পাসপোর্ট সূচকে শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাত। এবার দেশটি ১০৬.৫ স্কোর নিয়ে ১০ম স্থানে নেমে এসেছে। তবে দশম স্থানে থাকা সত্ত্বেও আমিরাতের পাসপোর্টধারীরা ১৭৯টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন, যা তালিকার শীর্ষে থাকা আয়ারল্যান্ডের চেয়ে তিনটি দেশ বেশি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন