ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যতো দ্রুত সম্ভব উত্তেজনার প্রশমন চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার অনেক আগে থেকেই দশকের পর দশক ধরে দেশ দু'টির মধ্যে উত্তেজনা রয়েছে। তবে ট্রাম্পের সাথে 'দুই দেশের নেতাদেরই সুসম্পর্ক রয়েছে'।
তিনি আরও বলেন "উত্তেজনা কমাতে দুই দেশের নেতাদের সাথেই নিয়মিত যোগাযোগ রাখছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও"।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com