ঢাকা      শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
শিরোনাম

শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ

IMG
10 May 2025, 9:48 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শ্রীনগর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর থেকে বিবিসি উর্দু বিভাগের রিয়াজ মাসরুর এ তথ্য জানিয়েছেন। সেখানে ২০ মিনিটের মধ্যে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সরকারি কর্মকর্তা বা সামরিক বাহিনী- কারো পক্ষ থেকেই এখনো এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

যদিও একজন সরকারি কর্মকর্তা বলেছেন, দু'দিন ধরেই বিমানবন্দরের তিন কিলোমিটার এলাকার মধ্য থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ চলছিলো।

এর আগে গত ৭ মে থেকে শ্রীনগর ও জম্মু বিমানবন্দরের নিয়ন্ত্রণ ভারতীয় বিমানবাহিনী গ্রহণ করেছে এবং দুই বিমানবন্দরেই সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ আছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন