ঢাকা      সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
শিরোনাম

এলডিসি উত্তরণের জন্য সমন্বিত পদক্ষেপ নেয়ার আহবান প্রধান উপদেষ্টার (ভিডিও)

IMG
11 May 2025, 3:05 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের সময়মতো ও সফল উত্তরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি উত্তরণ সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ আহবান জানান। সেখানে এলডিসি উত্তরণে গুরুত্বপূর্ণ কার্যাবলির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এ পুরো বিষয়টাই হলো সমন্বয়। আমাদের প্রতি বিনিয়োগকারী, অর্থায়নকারী এবং উন্নয়ন সহযোগীদের দৃষ্টি এবং সমর্থন আছে। এখন আমাদের চলমান প্রচেষ্টাগুলোকে আরও জোরদার করতে হবে এবং সম্মিলিতভাবে দ্রুত ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।

প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, আমাদের এমন একটি দল দরকার, যারা অগ্নিনির্বাপণ কর্মীদের মতো কাজ করবে। যখন সংকেত আসবে, তারা দ্রুত, দক্ষতার সঙ্গে এবং বিলম্ব না করে সাড়া দেবে এবং সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবে।

প্রধান উপদেষ্টা জানান, এলডিসি উত্তরণ প্রক্রিয়া তদারকিতে প্রধান উপদেষ্টার দপ্তর সরাসরি ভূমিকা পালন করবে। সরকারের সর্বোচ্চ দপ্তর থেকে উত্তরণ-সংক্রান্ত সব উদ্যোগ বাস্তবায়ন সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন