ঢাকা      মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
শিরোনাম

ভারতে ব্যাপক ট্রোলিংয়ের মুখে বিক্রম মিশ্রি ও তার মেয়ে

IMG
12 May 2025, 10:24 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নিজের কন্যাকে নিয়ে দেশবাসীরই একাংশের কাছ থেকে ব্যাপক ট্রোলিংয়ের শিকার হওয়ার পর ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট 'লক' করে দিয়েছেন। তার এক্স হ্যান্ডলটি এখন 'প্রাইভেট' করে দেওয়া হয়েছে, যেখানে বাইরের কেউ এসে কোনো কমেন্ট করতে পারবেন না।

বিক্রম মিশ্রি – দিনকয়েক আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর'-এর সময় থেকে নিয়মিত অভিযানের নানা দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে আসছেন এবং কার্যত ভারতের 'মুখ' হয়ে উঠেছেন – তিনি অবশ্য বহু দেশবাসীর কাছ থেকে প্রবল সমর্থনও পাচ্ছেন।

ভারতের বিভিন্ন দলের শীর্ষ রাজনীতিবিদ ও নানা শ্রেণি-পেশার লোকজনই পররাষ্ট্র সচিবের পাশে দাঁড়িয়েছেন এবং তার পেশাদারিত্ব ও কূটনৈতিক দক্ষতার ভূয়সী প্রশংসা করছেন। তবে এর আগে সোশ্যাল মিডিয়াতে একদল লোক বিক্রম মিশ্রিকে 'গাদ্দার' (বেইমান) ও 'দেশদ্রোহী' বলে আক্রমণ করতেও দ্বিধা করেননি।

পররাষ্ট্র সচিবের সঙ্গে তার একমাত্র কন্যা ডিডন মিশ্রি-কেও জড়িয়ে অনেকে তাদের 'একটা নির্লজ্জ লোক আর নির্লজ্জ পরিবার' বলেও আক্রমণ করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেওয়া হয়েছে ডিডন মিশ্রির ব্যক্তিগত মোবাইল নাম্বারও।

ভারতের সর্বোচ্চ কূটনীতিক যখন চূড়ান্ত পেশাদারি দক্ষতায় ও দারুণ সফলভাবে নিজের দায়িত্ব পালন করছেন বলে বেশিরভাগ ভারতীয় মনে করছেন, তখন দেশেরই আর একটা অংশের কাছ থেকে এই ধরনের ট্রোলিং এবং ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা নিয়ে দেশজুড়েই ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

গত শনিবার (১০ই মে) ভারতীয় সময় রাত ১১টার সময় শেষবারের মতো সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন বিক্রম মিশ্রি, যখন তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ আনেন। এর কয়েক ঘন্টা পরেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়। তারপর থেকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তিনি আর প্রকাশ্যে আসেননি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন