ঢাকা      মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
শিরোনাম

চিকিৎসা সেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

IMG
13 May 2025, 2:51 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চিকিৎসা সেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে হামলা, ভাঙচুর এবং চিকিৎসকদের হুমকির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। তাই সরকার চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক চিকিৎসা পরিবেশকে অনুকূল, নিরাপদ ও জনবান্ধব করতে কাজ করছে। এ ক্ষেত্রে সিভিল সার্জনদের প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় আরও জোরদার করতে হবে।

আজ মঙ্গলবার (১৩ মে) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে দু’দিনব্যাপী (১২ ও ১৩ মে) সিভিল সার্জন সম্মেলনের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিভিল সার্জনদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সমাজের সবচেয়ে মেধাবী অংশ। তাই আপনাদের প্রতি জনপ্রত্যাশাও সবচেয়ে বেশি। জেলা পর্যায়ে স্বাস্থ্য খাতের চালিকাশক্তি হিসেবে আপনাদের প্রতিটি সিদ্ধান্ত, উদ্যোগ ও ত্যাগ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে। আপনারাই মানুষের আশার আলো, দুঃসময়ে ভরসার আশ্রয়।

এসময় সেবাকে আরও জনমুখী করতে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন। যেমন— ‘পোস্টমর্টেম সেবা থানা পর্যায়ে বিস্তৃত করা’; ‘নারীদের পোস্টমর্টেম নারী চিকিৎসকের মাধ্যমে সম্পন্ন করা’; ‘ধর্ষণ মামলায় নারী চিকিৎসক অনুপস্থিত থাকলে নারী সেবিকা দিয়ে পরীক্ষা করে পুরুষ চিকিৎসককে দিয়ে সই করানো’; ‘মানহীন ও শিক্ষকবিহীন বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করা’; ‘মেডিক্যাল কলেজগুলোর মানোন্নয়নে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা’, ‘ইন্টার্ন চিকিৎসকদের ছয় মাস শহরে ও ছয় মাস গ্রামে প্রশিক্ষণ নিশ্চিত করা’ এবং ‘গ্রামে থাকাকালীন সম্মানী ভাতা বৃদ্ধি করা’। তিনি বলেন, ‘এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জনগণ দ্রুততর সেবা পাবে এবং জনদুর্ভোগ হ্রাস পাবে। একই সঙ্গে দেশ অযোগ্য চিকিৎসক তৈরির ঝুঁকি থেকে মুক্ত থাকবে।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী এ সময় উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন