ঢাকা      বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

IMG
14 May 2025, 10:09 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার সাম্য (২৫)। তিনি শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সাম্য স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এবং ছাত্রদলের এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার বাড়ি সিরাজগঞ্জে।

প্রাথমিকভাবে শাহরিয়ার সাম্যের বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর সাংবাদিকদের বলেন, রাত ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে রমনা কালী মন্দিরের প্রবেশ গেটের বাম পাশে রাস্তায় শাহরিয়ার গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, শাহরিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভিড় করেন। নিহতের সহপাঠীদের ভাষ্যমতে, টিএসসি সংলগ্ন রমনা কালী মন্দিরের গেটের সামনে বহিরাগতদের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় কেউ শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার ডান উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন