ঢাকা      শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

ছাড়া পেলেন তথ্য উপদেষ্টাকে বোতল ছুড়ে মারা জবি শিক্ষার্থী ইসতিয়াক

IMG
16 May 2025, 9:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জিজ্ঞাসাবাদ শেষে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়াক হুসাইনকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বিকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জবির শিক্ষার্থী ইসতিয়াককে ছেড়ে দেওয়ার পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে দু’টি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মাহফুজ আলমের ফেসবুক আইডি থেকেও ছবি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, তথ্য উপদেষ্টার ওপর আক্রমণকারী ইসতিয়াককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, ডিবি অফিসে ইসতিয়াকের পরিবারের সঙ্গে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় যাওয়ার দাওয়াত দেন। এর আগে, দুপুরে তিনি ইসতিয়াককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দুপুরে ইসতিয়াককে আটকের প্রতিবাদে ডিবি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষার্থীরা।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাত ১০টার দিকে তিনি সেখানে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে তথ্য উপদেষ্টার মাথায় লাগে। এরপর বোতল নিক্ষেপকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নেয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন