এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বরাবরই নিজের কাজে মনোযোগী ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ কারণে তাকে শুটিংয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে হয়। নতুন করে আবার শুটিংয়ের জন্য দেশ ছাড়লেন শাকিব। এবার নিউইয়র্ক, দুবাই, মুম্বাই কিংবা লন্ডন নয়, ঢাকাই সিনেমার এই ‘রাজকুমার’ গেলেন দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর দেশ শ্রীলঙ্কায়। সেখানে ‘তাণ্ডব’ ছবির গান ও একেবারে শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের জন্য আজ শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন শাকিব খান।
জানা যায়, প্রায় এক সপ্তাহ শ্রীলঙ্কায় থাকবেন শাকিব। তার সঙ্গে থাকছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা। গত মাস থেকে টানা চলছে ‘তাণ্ডব’-এর শুটিং। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে ছবির ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এর আগে শাকিবের জন্মদিনে তাণ্ডবের লুক প্রকাশ করা হয়েছিল। জানা গেছে, দুই-তিনদিনের মধ্যে তাণ্ডবের অফিশিয়াল টিজার প্রকাশ হবে।
আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে ‘তাণ্ডব’, যেটি পরিচালনা করেছেন ‘তুফান’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। প্রযোজনা করছেন শাহরিরায় শাকিল। শাকিব-সাবিলা ছাড়াও ছবিতে আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com