স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আগামীকাল শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা সেই সিরিজে তখনকার নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনুপস্থিত ছিলেন। তার জায়গায় দলের নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তিনিই এখন পূর্ণ মেয়াদে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। দায়িত্ব পাওয়ার পর আমিরাত সিরিজই তার প্রথম অ্যাসাইনমেন্ট।
সিরিজকে সামনে রেখে আজ শুক্রবার দুবাইয়ে অনুশীলনের আগে কথা বলেন বাংলাদেশ দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com