খুলনা, বাংলাদেশ গ্লোবাল: আওয়ামী লীগ গত ১৬ বছরে সকল সেক্টরকে ধবংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ দেশটিকে ধ্বংস করে গেছে। তারা দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল খাতকে ধ্বংস করেছে। এর থেকে উত্তরণ করতে হবে। দেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় ঐকমত্য গঠন করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
আজ শুক্রবার (১৬ মে) বিকালে খুলনা প্রেসক্লাবে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসনমূলক নির্বাচন করে সরকার গঠন করে ফ্যাসিবাদ কায়েম করে। গণতন্ত্র হত্যা করে। মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। সংবিধানকে পাশ কাটিয়ে যা ইচ্ছে তাই করেছে। দুর্নীতি ছিল তাদের মূলমন্ত্র।
তিনি আরও বলেন, দুর্নীতি করে যে টাকা পাচার করেছে, তার অর্ধেক টাকা দিয়ে শিক্ষা খাতে বর্তমানে যে বাজেট তার দ্বিগুণ আর স্বাস্থ্য খাতে তিন গুণ করা যায়। বিএনপির এই নেতা বলেন, হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। গত ১৬ বছরে বিএনপিসহ বিরোধী দলগুলোর অসংখ্য নেতা-কর্মী গুম, খুন ও নির্যাতন ভোগ করেছেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রের হত্যার ইতিহাস, দুর্নীতির ইতিহাস ও টাকা পাচারের ইতিহাস। তিনি বলেন, দেশে সকল স্তরে সংস্কার প্রয়োজন। এজন্য আমরা আগে থেকেই ৩১ দফা দিয়েছি। এই ৩১ দফা একটি মহাকাব্য। আমরা চাই নির্বাচনের মাধ্যমে দেশের শাসনভার পেলে জাতীয় ঐকমত্য সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করবো। বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এতে আরও বক্তব্য রাখেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com