স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও ঘরের মাটিতে ট্রফি রেখে দিতে বদ্ধপরিকর স্বাগতিকরা। অরুনাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে এই ফাইনাল মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
সোনালি ট্রফিটার জন্য অধীর অপেক্ষা দু'দলের। শিরোপার হাতছোঁয়া দূরত্বে থাকা লাল সবুজ বাহিনীর সামনে আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা। কোনো ম্যাচ না হেরেই ফাইনালে পৌঁছেছে গোলাম রব্বানী ছোটনের দল। অপরাজিত থাকার ব্যাপারটি আত্মবিশ্বাস দিলেও সাবধানী লাল সবুজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনোরকম ভুল করতে চান না ফয়সালরা।
ভারতও এ টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। ঘরের মাঠ আর হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স মাথা ব্যাথার কারণ জুনিয়র ব্লু টাইগারদের। ২০২৩ সালে বয়স ভিত্তিক সাফের এই ক্যাটাগরিতে শিরোপা জিতেছিলো তারা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com