ঢাকা      সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

আরব আমিরাতের বিপক্ষে ৩ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

IMG
19 May 2025, 4:52 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে প্রথম ম্যাচের পর বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে সিরিজে আরও একটি ম্যাচ খেলতে সম্মত হয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (এসিবি)। আজ সোমবার (১৯ মে) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে তারা।

আজ সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। আর বাড়তি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ মে। সিরিজের অন্য দুই ম্যাচের মতো এই ম্যাচটিও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন