স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের চতুর্থ সর্বোচ্চ ২০৫ রান করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে ১০ ওভারে ১০৭ রান তুলে চোখ রাঙাচ্ছিল স্বাগতিকরা। মিডল ওভারে বাংলাদেশ ম্যাচে ফিরলেও এক বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নিয়েছে মোহাম্মদ ওয়াসিমের দল।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝড়ো ফিফটি করেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। রান পেয়েছেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। তাদের ব্যাটে ৫ উইকেটে ২০৫ রান করে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে যা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান। কিন্তু দিন শেষে ম্যাচ হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগারদের।
এই হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় দাঁড়ালো। সিরিজ নির্ধারণী ম্যাচ আগামীকাল বুধবার (২১ মে) মাঠে গড়াবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com