ঢাকা      মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

দর্শক আকর্ষণে ব্যর্থ ‘জয়া আর শারমিন’

IMG
20 May 2025, 2:28 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। এটি ব্যবসায়িকভাবে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও বরাবরের মতো অভিনয় দিয়ে আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। এরপর তার অভিনীত আর কোনো সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

অবশেষে গত ১৬ মে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’। বলা যায়, দীর্ঘ চার মাস পর ফিরেছেন জয়া আহসান। ঘরবন্দি জীবনের গল্প নিয়ে এ সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

নির্মাতা জানান, ২০২০ সালে করোনার সময় ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। বদলে যায় প্রাত্যহিক জীবন। সে সময় ঘরবন্দি দুই নারীর গল্প নিয়েই এটি নির্মাণ করা হয়েছে, শুটিংও করা হয়েছে করোনার সময়েই। এতে জয়া নামের চরিত্রেই অভিনয় করেছেন জয়া আহসান।

তিনি বলেন, ‘করোনাকালীন ঘরবন্দি ছিলাম আমি ও আমার সহকারী শারমিন। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা এক বাসায় দীর্ঘদিন কাটাই। প্রথমদিকে সম্পর্কটা পেশাগত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিধি বাড়তে থাকে। একসঙ্গে রান্না, গল্প করা, পুরোনো স্মৃতিচারণ সবকিছুতেই একে অপরের সঙ্গী হয়ে উঠি। তারপরও এ ঘনিষ্ঠতার মধ্যে ছিল অদৃশ্য এক দেওয়াল।

অভিনেত্রী জয়ার তারকা খ্যাতি এবং শারমিনের সাধারণ জীবনের ফারাক একটা সময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে। সম্পর্কের উত্থান-পতনের গল্পই দেখানো হয় এ সিনেমায়। আশা করি সিনেমাটি দর্শকদের ভাবনার খোরাক দেবে।’

এতে শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। এছাড়া একটি বিশেষ চরিত্রে আছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তবে সিনেমাটি দিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি এ অভিনেত্রী। কোনো রকম প্রচারণা ছাড়াই এটি মুক্তি পাওয়ায় প্রেক্ষাগৃহ দর্শকখরায় ভুগছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন