ঢাকা      বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

রাজধানীতে সেনা অভিযানে ‘হিটলু বাবু গ্যাংয়ের’ ১০ জন গ্রেপ্তার

IMG
20 May 2025, 9:59 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মাটিকাটা এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ হিটলু বাবু গ্যাংয়ের ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার (২০ মে) ভোর ৫টা নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। পোস্ট থেকে জানা যায়, অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাংয়ের’ ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়। পরে আজ (মঙ্গলবার) আনুমানিক ভোর ৫ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, গ্রেপ্তার এড়ানো অসম্ভব মনে করে টহল দলের ওপর হামলার চেষ্টা করেন গ্যাং সদস্যরা। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে সেনারা। পরবর্তীতে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন বলেও জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য জনগণকে অনুরোধ জানান তারা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন