যশোর, বাংলাদেশ গ্লোবাল: কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই এদেশে ভালো কিছু করার পরিকল্পনা জানায় বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত আর্জেন্টিনা। এই ব্যাপারে কথা বলেছেন খোদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও। তিনি জানান, দেশের ফুটবলের উন্নয়নে চুক্তি রয়েছে আর্জেন্টিনার সঙ্গে। আর্জেন্টাইন রাষ্ট্রদূত মারসেলো কার্লোস সিসা নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলা ফুটবলারদের দেখতে ছুটে এসেছেন।
আজ শুক্রবার সকালে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে গ্রাসরুটস ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শামস-উল-হুদা ফুটবল একাডেমির ‘ভাষা সৈনিক মুসা ভবন’-এর উদ্বোধন করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কার্লোস সিসা।
তাবিথ আউয়াল বলেন, আমরা চাই, শামস্-উল-হুদা ফুটবল একাডেমি যা করছে, তাতে গ্রাম পর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠ চাই। আমরা তৃণমূল পর্যায়ের ফুটবলারদের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইকে তৃণমূল থেকে ছয়শ ফুটবলার অংশ নিয়েছে। এটা একটি রেকর্ড।
বাফুফে সভাপতি আরও বলেন, বাফুফের অন্তর্ভূক্ত রয়েছে ২২২টি একাডেমি। প্রতিটি একাডেমির পেছনে বাফুফে কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকে। কারণ গ্রাসরুটস লেভেলে আমাদের খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এসব ফুটবলারের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই।
এসময় স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কার্লোস সিসা বলেন, বাংলাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফুটবল খেলা হয়। এখানে ধনী-গরিব, ছোট-বড় সব স্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসে। ফুটবল খেলার আনন্দ সকলেই ভাগাভাগি করে নেয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশে ফুটবলের সফলতা আসবে। বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com