ঢাকা      রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া?

IMG
24 May 2025, 2:12 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আবারো মা হতে চলেছেন আলিয়া ভাট! নতুন করে ফের এই জল্পনা বলিউডে। ২০২২ সালের ১৪ এপ্রিল রনবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আলিয়া। ঘরোয়া আসরেই বিয়ে সেরেছিলেন তারকা জুটি। সেই বছরই সুখবর দেন তাঁরা। ২০২২ সালের নভেম্বর মাসে জন্ম হয় আলিয়া-রনবীরের কন্যা রাহা কাপুরের। আড়াই বছর বয়স এখন তার। আর এর মধ্যেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করে ফেলেছেন আলিয়া ও রনবীর? কারিনা কাপুর খান ও আনুশকা শর্মার মতো আলিয়াও কি দুই সন্তানের মা হতে চাইছেন?

কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতি দেখার পরেই এই জল্পনা ছড়িয়েছে। প্রথম দিন আলিয়া পরেছিলেন পোশাক শিল্পী ড্যানিয়েল রোজ়বেরির তৈরি স্ট্র্যাপলেস গাউন। পাতলা, নরম কাপড়ের উপরে সিকুইনের সূক্ষ্ম কাজ নজর কেড়েছিল। মাথায় খোঁপা ও কানে হিরের স্টাড। কান-এ ‘উইমেনস্‌ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন আলিয়া। গাউনের সঙ্গে মিলিয়ে মাথাতেও বেছে নিয়েছিলেন বিশেষ ধরনের অ্যাকসেসরি। কিন্তু এই পোশাকে নাকি ফুটে উঠেছে আলিয়ার স্ফীতোদর। বার বার হাত দিয়ে উদর আড়াল করার চেষ্টাও করছিলেন বলিউড অভিনেত্রী। বিষয়টি ঠিক চোখে পড়ে যায় সবার।

এ নিয়ে একজন লিখেছেন, “আলিয়াকে দেখে মনে হচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা।” সেই মন্তব্য দেখে আরেকজন লিখেছেন, “আমারও ঠিক তাই মনে হচ্ছে। ওঁকে দেখেই মনে হলো, ফের মা হতে চলেছেন।” এমন মন্তব্যে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এখনও এই বিষয়ে কোনো বিবৃতি আসেনি আলিয়া বা তাঁর সহকারী দলের পক্ষ থেকে। কিছুদিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রনবীর এক পুত্রের নামও বেছে রেখে দিয়েছেন। তাই দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির ভক্তরা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন