ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে সিঙ্গাপুর জাতীয় দলের ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) সকাল ১১টায় রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেতৃত্বে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন টিম অংশগ্রহণ করে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল ও সক্ষমতা প্রদর্শন করা এবং ম্যাচ চলাকালীন দর্শক ও খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ উপলক্ষে পুরো স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে ইউনিফর্মধারী ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com