ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের সশস্ত্র বাহিনী শনিবার রাতে এবং রবিবার সকালে দু'টি পৃথক অভিযানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বিশাল এলাকা জুড়ে হামলা চালিয়েছে। পার্স টুডে জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পাশাপাশি ইয়েমেনি সশস্ত্র বাহিনীও ইসরাইলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এই দু'টি হামলায় হাইফা, তেল আবিব মেট্রোপলিটন এলাকা, জেরুজালেম, বন্দর, আইলাত, তিবেরিয়াস, গ্যালিলি, কেরিওথ শেমোনা এবং তামরার মতো বিভিন্ন ইসরাইলি শহর ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহত্তর তেল আবিব অঞ্চলে তেল আবিবের দক্ষিণে বেত ইয়াম এবং রেখভোট, তেল আবিবের উত্তরে নেতানিয়া এবং হার্জলিয়া এবং তেল আবিবের দক্ষিণ-পূর্বে বেন গুরিয়ান বিমানবন্দরের আশেপাশের এলাকায ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণের শিকার হয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com