ঢাকা      মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
শিরোনাম

সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুললেন ডোনাল্ড ট্রাম্প

IMG
01 July 2025, 1:03 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সিরিয়ার উপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্দেশে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি এই মর্মে একটি সরকারি নির্দেশনামায় সই করেন। মধ্যপ্রাচ্যের এই দেশটি এখন সব বাধা কাটিয়ে বিশ্ব অর্থনীতির অংশ হতে পারবে।

এর আগে, ২০০৪ সাল থেকে সিরিয়ার উপরে ছিল এই নিষেধাজ্ঞা। এর ব্যাপক প্রভাব পড়েছিল সিরিয়ার অর্থনীতিতে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেছেন, "দেশটিকে স্থিতিশীল এবং শান্তির পথ দেখাতেই এই সিদ্ধান্ত।" যদিও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার সহযোগীদের উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন