ঢাকা      বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
শিরোনাম

ট্রাম্পের 'অ্যারেস্টের' হুমকি বরদাসত করবেন না মামদানি

IMG
02 July 2025, 10:48 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবৈধ নাগরিকদের খোঁজার কাজে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তাদের বাধা দিলে ভারতীয়-আমেরিকান মেয়র প্রার্থী জোহরান মামদানিকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই 'হুমকি'কে বরদাসত করবেন না বলে জানিয়েছেন মামদানি। মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এই বছরের নভেম্বরে নিউইয়র্কে মেয়র নির্বাচন। তাকে গ্রেপ্তারের হুমকির পাশাপাশি প্রার্থী হিসেবে মামদানির নাম ঘোষণার পরেই ট্রাম্প তাকে 'পাগল' এবং কমিউনিস্ট' বলে তীব্র আক্রমণ করেন। এমনকি, মামদানির যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বৈধ কিনা সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

প্রসঙ্গত, মামদানি ১৯৯৮ সাল থেকে আমেরিকা নিবাসী। তখন তার বয়স ছিল সাত বছর। ট্রাম্পের এই আক্রমণের পর মামদানি এক বিবৃতিতে বলেন, "যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে গ্রেপ্তার করার হুমকি দিয়েছেন। আমার নাগরিকত্ব কেড়ে ডিটেনশন ক্যাম্পে রেখে অন্য দেশে চালান করে দেওয়ার কথাও বলেছেন। আমি কোনো আইন ভেঙেছি বলে তিনি এই শাসানি দিয়েছেন, এমনটা নয়। আমি বলেছি আইসিইকে আমাদের শহরে ত্রাস তৈরি করতে দেবো না।" ট্রাম্পের বক্তব্যকে মামদানি 'গণতন্ত্রের উপর আঘাত' বলে চিহ্নিত করেছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন