ঢাকা      বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
শিরোনাম

নিয়ন্ত্রণে ওয়ারীতে রাসায়নিকের গুদামের আগুন (ভিডিও)

IMG
02 July 2025, 10:54 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর ওয়ারীতে একটি রাসায়নিক পদার্থের গুদামে লাগা আগুন দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়ারীর হাটখোলায় মামুন প্লাজার তৃতীয় তলায় আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে এর কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সালেহ উদ্দিন সাংবাদিকদের জানান, রাসায়নিক গুদামের মালিকরা সেখানে মজুত রাসায়নিকের ধরণ সম্পর্কে তথ্য না দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, 'ভিন্ন ধরনের রাসায়নিকের জন্য আগুন নেভানোর পদ্ধতিও ভিন্ন হয়। সঠিক তথ্য না থাকায় আমাদের কর্মীদের কয়েকটি পদ্ধতি প্রয়োগ করে চেষ্টা করতে হয়েছে, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে।'

সালেহ উদ্দিন আরও জানান, আবাসিক ও বাণিজ্যিক উভয় উদ্দেশ্যেই ভবনটি ব্যবহার হচ্ছিল। ভবনের সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন