ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি করতে 'প্রয়োজনীয় শর্তে' ইসরাইল রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশালে বলেছেন, প্রস্তাবিত চুক্তির সময় "আমরা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সাথে কাজ করবো"। যদিও কী শর্তে এই যুদ্ধবিরতি হতে পারে, সে সব কিছুই স্পষ্ট করে বলেননি তিনি।
"কাতার এবং মিশরের যারা গাজায় শান্তি আনার জন্য খুবই কঠোর পরিশ্রম করেছে, তারাই এই চূড়ান্ত প্রস্তাবটি পৌঁছে দেবে। আমি আশা করি, হামাস এই চুক্তিটি মেনে নেবে। কারণ এর চেয়ে ভালো কিছু আর আসবে না, উল্টো পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে," বলেন ট্রাম্প।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালানোর পর ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। হামাসের হামলায় তখন আনুমানিক ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com