স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কলম্বোতে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুতেই চাপে পড়ে গেছে বাংলাদেশের বোলিং আক্রমণে। ইনিংসের শুরুতে তিন উইকেট হারিয়েছে সফরকারীরা।
প্রথম ধাক্কাটি দেন তানজিম হাসান সাকিব। ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে দেন তিনি। এরপর নিজের প্রথম স্পেলে তাসকিন আহমেদ বোল্ড করেন নিশান মাদুষ্কাকে। একই ওভারে কামিন্দু মেন্ডিসকেও তুলে নিয়ে দেন শ্রীলঙ্কাকে আরও বড় ধাক্কা।
চতুর্থ উইকেট তুলে নেন তানভির ইসলাম। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে কুশাল মেন্ডিসকে সাজঘরে ফেড়ান তিনি। ৩৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৭৫ রান।
সিরিজের প্রথম ওয়ানডেতে দুই বাংলাদেশি ক্রিকেটারের অভিষেক হয়েছে। ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। শ্রীলঙ্কার পক্ষে অভিষেক হয়েছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com