ঢাকা      বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
শিরোনাম

অভিষেক স্মরণীয় করতে পারলেন না পারভেজ

IMG
02 July 2025, 8:21 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। তবে ওয়ানডে অভিষেক স্মরণীয় করে রাখতে পারলেন না পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কান পেসার আসিতা ফার্নান্দোকে উড়িয়ে মারতে গিয়ে ডেকে আনেন বিপদ। উপরে উঠে যাওয়া বল অনেকটা দৌড়ে গ্লাভসে জমান লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস।

১৬ বলে ৩ চারে পারভেজের রান ১৩। পঞ্চম ওভারে তার বিদায়ে ভাঙে বাংলাদেশের ২৯ বলে ২৯ রানের ওপেনিং জুটি। ক্রিজে আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গী হন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এর আগে, চোট থেকে ফিরে দুর্দান্ত বোলিং করেন পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গে দারুণভাবে জ্বলে উঠেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। যদিও শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা মাথাব্যাথার কারণ হয়ে উঠেছিলেন।

তিনি তুলে নেন দারুণ একটি সেঞ্চুরি। তবে বাংলাদেশ নিয়মিত উইকেট তুলে নেওয়ায় ৪৯.২ ওভারে লঙ্কানরা ২৪৪ রানে অলআউট হয়। ফলে লক্ষ্যটা রয়েছে টাইগারদের নাগালেই।

শেষ ওভারে রানের গতি বাড়াতে চেয়েছিলেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তানজিম হাসান সাকিবের বলে তাই উড়িয়ে মেরেছিলেন তিনি। লং অন থেকে ডিপ মিড উইকেটে দৌড়ে সেই ক্যাচ লুফে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত ১২৩ বলে ১০৬ রান করেছেন লঙ্কান অধিনায়ক। এই রান করতে ৬টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন