ঢাকা      বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
শিরোনাম

বাংলাদেশ-মরক্কো ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব আসিফ মাহমুদের

IMG
02 July 2025, 9:45 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের ফুটবলের উন্নয়নে মরক্কোর সহায়তা পেতে উদ্যোগ নিয়েছে সরকার। আজ বুধবার মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং ডিরেক্টর হাসান খারবোশ তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে ক্রীড়া উপদেষ্টাকে ফুটবল কমপ্লেক্সের আধুনিক অবকাঠামো ঘুরিয়ে দেখানো হয়। এর মধ্যে ছিল প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টার ও ফিটনেস ইউনিটসহ নানা ক্রীড়া সুবিধা। মরক্কোর কর্মকর্তারা দেশটির ফুটবল কাঠামো, খেলোয়াড় উন্নয়ন ও ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে বিশদভাবে তুলে ধরেন।

আলোচনার সময় মরোক্কোর ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও যৌথ কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরক্কোর জাতীয় দলের সাম্প্রতিক সাফল্য, বিশেষ করে বিশ্বকাপ ফুটবলে তাদের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, “বাংলাদেশে মরক্কোর জাতীয় দলের অনেক অনুরাগী রয়েছে। এই আবেগ ও শ্রদ্ধার জায়গা থেকে দুই দেশের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা যেতে পারে, যা ক্রীড়া ক্ষেত্রে পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা আরও বাড়াবে।”

এছাড়াও, একটি আন্তর্জাতিক মানের ফুটবল ইকো সিস্টেম গড়ে তুলতে মরক্কোর অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন