এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টলিউডের আনাচে-কানাচে কান পাতলেই আজকাল শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন দেব ও রুক্মিণী মৈত্র। কারো কারো মতে আবার, রুক্মিণীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই। আপাতত যা সামনে আসছে, সবটাই ‘লোক দেখানো’।
দেব ও রুক্মিণীর ‘বিচ্ছেদের’ কারণ নিয়ে অবশ্য নানা মুনির নানা মত। কেউ বলছেন, রুক্মিণী পাকাপাকিভাবে মুম্বাই শিফট করছেন। তাই এমন সিদ্ধান্ত দেবের। তো কারো মতে, রুক্মিণীর থেকে আসা ক্রমাগত ‘আবদার’ মেটাতে মেটাতে ক্লান্ত দেব, তাই নিজেকে দূরে রাখছেন রুক্মিণীর থেকে।
বরাবরই এসব প্রসঙ্গে মুখ বন্ধ রেখেছেন দেব ও রুক্মিণী। তবে এবার এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ভারতের পশ্চিমবঙ্গের এক নম্বর সুপারস্টার। তিনি বলেছেন, ‘যারা এসব বলছে, তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। তাহলে জানলো কি করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমি গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। তাহলে আজ কেন এতো জবাবদিহি করতে হবে আমাকে।’
সঙ্গে দেব খোলসা করেন, শুধু রুক্মিণী নন, তিনিও শিফট করছেন মুম্বাইতে। দেবের কথায়, বরাবরই রুক্মিণীর হিন্দিতে কাজ করার শখ। তিনিও আজকাল মায়ানগরীতে বহু অফার পাচ্ছেন কাজের। তাই সেখানে ফ্ল্যাট কেনার প্ল্যান করেছেন দেব।
তিনি জানান, বাংলা ছবির সাউন্ড মিক্সিং থেকে রেকর্ডিং বা কালার কারেকশন-- বহু কাজেই আজকাল তাঁকে ছুটতে হয় মুম্বাইতে। আর সেখানে গিয়ে হোটেল ভাড়া করে থাকা খরচ সাপেক্ষ। তাই ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত। সঙ্গে রুক্মিণীকেও সঙ্গ দেওয়া হবে।
দেব জানান, ‘রুক্মিণী যখন থেকে সনকে (২০০১ সালের সিনেমা) কাজ করেছে, তখন থেকেই ও চার-পাঁচ দিনের জন্য প্রতি মাসে মুম্বাই যায়। অডিশন দেয়। অনেকদিন থেকেই মুম্বাইতে শিফট করার চেষ্টা করছিল রুক্মিণী। কিন্তু একা শিফট করার সাহসটা পাচ্ছিল না। আর আমিও এটা বিশ্বাস করি, রুক্মিণী ন্যাশনালের জন্য। আর বন্ধু হিসেবে, আমি যদি ওকে একটু পুশ না করি, তাহলে কে করবে! তাই ও যখন বললো, 'আমি ওখানে একা একা কী করবো', তখন আমি ওকে বলি, 'ওকে আমি চলে আসছি'।’
এখানেই শেষ নয়, রুক্মিণীর আবদারে কি তিনি সত্যিই বিব্রত? এই প্রশ্নেরও জবাব দেন দেব। তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন, ‘ছোটখাটো জিনিসে রুক্মিণী আমাকে ফোন করে, পরামর্শ নেয়। এটা তো খুব সাধারণ ব্যাপার। আমিও তো ধূমকেতুর টিজার প্রকাশের আগে ওকে পাঠিয়েছিলাম। জানতে চেয়েছিলাম কেমন লাগলো। এটাই তো স্বভাবিক। গত ১২ বছর ধরেই তো তাই হয়ে আসছে। ও কোন ছবি করবে, কার সঙ্গে করবে, কাজটা করা ঠিক হবে কি না, কতো টাকা নেওয়া উচিত হবে, সবটাই ও আমার সঙ্গে আলোচনা করে।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com