ঢাকা      বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
শিরোনাম

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

IMG
03 July 2025, 5:37 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতসহ এলইইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির সাংবাদিকদের জানান, বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। রাত সাড়ে ১১টার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয় এবং প্রদর্শনীর এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, গত ২৩ জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওই সময় চারজন আহত হয়েছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন