স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। ওপেন করতে নেমে শুরু থেকে ধুঁকছিলেন পারভেজ হোসেন ইমন। প্রথম ওয়ানডেতে ব্যর্থতার পর ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে লড়াই করে ছন্দ পেয়ে গেছেন তিনি। এক পর্যায়ে ২৪ বলে ১২ থেকে ৪৬ বলে তুলে নেন প্রথম ওয়ানডে ফিফটি। ফিফটির পথে এই তরুণ ৫ চারের সঙ্গে মেরেছেন ৩ ছক্কা।
এর আগে দ্বিতীয় উইকেট জুটি জমে উঠেছিল। প্রাথমিক ধাক্কা সামলে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৫৫ বলে ৬৩ রানের জুটি গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বেশি এগোতে পারেননি সাবেক বাংলাদেশ অধিনায়ক। চারিথা আসালাঙ্কার অফ স্পিনে স্লগ করতে গিয়ে মিড অনে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। শান্ত করেছেন ১৯ বলে ১৪ রান। বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭৩ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে দিন-রাতের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com