ঢাকা      রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
শিরোনাম

আড়াইশ ছোঁয়া হলো না বাংলাদেশের

IMG
05 July 2025, 7:52 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৪৯ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান।

এর আগে, টাইগাররা গুটিয়ে যায় ২৪৮ রানে। এক পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৮.৫ ওভারে ৫ উইকেটে ২০৪ রান। কিন্তু শেষদিকে টপাটপ উইকেট হারিয়ে আড়াইশ ছোঁয়া হলো না তাদের। ওপেনার পারভেজ হোসেন ইমন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে করলেন ৬৯ বলে সর্বোচ্চ ৬৭ রান।

চার নম্বরে নামা তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এলো ৬৯ বলে ৫১ রান। শেষদিকে তানজিম হাসান সাকিব খেললেন ২১ বলে ৩৩ রানের অপরাজিত ঝড়ো ইনিংস। তারপরও বাংলাদেশ গুটিয়ে গেল ২৪৮ রানে। তখনও বাকি ছিল ২৫ বল। শ্রীলঙ্কার পক্ষে পেসার আসিথা ফার্নান্দো ৩৫ রানে নেন ৪ উইকেট। স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা পান ৬০ রানে ৩ উইকেট।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন