ঢাকা      রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
শিরোনাম

ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়: আফঈদা খন্দকার

IMG
05 July 2025, 11:21 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রথম দুই ম্যাচ জিতে আগেই প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। মিয়ানমার থেকে আজ রাতে দেশে ফিরবে বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনা হবে মেয়েদের। ইতিহাস গড়া পুরো দলকে আজ রাত আড়াইটার দিকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

এশিয়ান কাপ বাছাইয়ে তিন ম্যাচে তিন জয় পাওয়ায় বাংলাদেশের মেয়েদের তাই বাড়তি আনন্দ হচ্ছে। দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, ‘বলে বোঝানোর মতো নয়, এতো আনন্দ। যে লক্ষ্য নিয়ে এসেছি, সেটা পূর্ণ করতে পেরেছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়। যেটা আমি সব সময় বলতাম, সাফের গণ্ডি পেরিয়ে আমরা যেন এশিয়াতে যেতে পারি। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সব সময়। পরবর্তী লক্ষ্য সাফ অনূর্ধ্ব-২০, এটা নিয়েই চিন্তা করছি।’

প্রথমার্ধে ৭ গোল দেওয়ার পর বেশ কিছু পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেয়ার পর তিনি বলেন, ‘আসলে অনেক দিক থেকে একটু বিপাকে পড়েছিলাম। দলটা পুরোপুরি বদলে ফেলবো নাকি আগামী সপ্তাহের অনূর্ধ্ব-২০ সাফকে সামনে রেখে একটা পরীক্ষামূলক দল গড়বো। কিন্তু শেষ পর্যন্ত ভাবলাম, না আমরা একটি শক্তিশালী ও ইতিবাচকভাবে শেষ করতে চাই। ম্যাচটা কার্যত প্রথমার্ধেই শেষ হয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম, খুবই কার্যকর ও পেশাদার একটা পারফরম্যান্স উপহার দিতে।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন