ঢাকা      সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
শিরোনাম

মধ্যরাতেই হাতিরঝিলে আফঈদা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দিলো বাফুফে

IMG
07 July 2025, 4:55 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া তিনটার দিকে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এসে পৌঁছান আফঈদা-ঋতুপর্ণারা। এরপর একে একে সংবর্ধনা মঞ্চে ওঠেন ফুটবলাররা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে নারী ফুটবলারদের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই ভিড় করেন ফুটবল প্রেমীরা।

এতো রাতে সংবর্ধনা আয়োজনের কারণ হিসেবে জানা গেছে, আজ সোমবার (৭ জুলাই) সকালে ভুটানের লিগ খেলতে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। সপ্তাহখানেক পর গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়রের যাওয়ার কথা রয়েছে। তাই অনেকটা তড়িঘড়ি করে মধ্যরাতেই ফুটবলারদের সংবর্ধনা দেয়া হয়েছে।

এর আগে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করেন নারী ফুটবলাররা।

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দল শক্ত গ্রুপেই পড়েছিল। তিন দলের মধ্যে দু'টিই ছিল বাংলাদেশদের (ফিফা র‌্যাংকিং ১২৮) চেয়ে এগিয়ে—বাহরাইনের ৯২ আর মিয়ানমারের ৫৫।

আফঈদা খন্দকারদের চেয়ে একমাত্র তুর্কমেনিস্তানই র‌্যাংকিংয়ে (১৪১) পিছিয়ে ছিল। তাদের শনিবার ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে হারায় অন্য দুই গ্রুপ সঙ্গীকেও—বাহরাইনকে ৭-০ গোলে ও মিয়ানমারকে ২-১ গোলে।

‘সি’ গ্রুপের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছিল মিয়ানমারের মাটিতে। ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে বাংলাদেশ জয় তুলে নেয়। পায় এএফসি এশিয়ান কাপের মূল পর্বের টিকিট। এবারই প্রথম এই প্রতিযোগিতার টিকিট পেলো তারা। অথচ বাছাইয়ের আগের আসরগুলোতে বাংলাদেশ একটি ম্যাচও জেতেনি।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। যার মধ্যে এখন পর্যন্ত ১১ দল তাদের টিকিট নিশ্চিত করেছে। দলগুলো হলো- স্বাগতিক অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ‘এ’ গ্রুপের বাছাইপর্ব এখনও শুরু হয়নি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন