ঢাকা      সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
শিরোনাম

ক্যামেরা দেখেই চোখের পানি লুকালেন নোরা ফাতেহি

IMG
07 July 2025, 7:58 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বলিউডে বেশ জনপ্রিয় তিনি। তাঁকে দেখলেই ছবিশিকারীরা ঘিরে ধরেন। তিনিও পোজ দিয়ে সবার আবদার মেটান। ভারতের রাস্তায়, এই ছবি খুব একটা নতুন নয়। তবে নতুন যে ভিডিও ভাইরাল হয়েছে, তা একেবারেই অন্যরকম। বিমানবন্দরে কালো পোশাকে দেখা যায় নোরা ফাতেহিকে। তাঁর চোখে ছিল কালো চশমা। তবে তাঁর মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল, মন ভালো নেই নোরার। চোখের পানি আড়াল করার চেষ্টা করছেন তিনি।

এক পাপারাৎজির দাবি, নোরা ফাতেহির এক ঘনিষ্ঠ আত্মীয়া মারা গেছেন। যদিও, এই বিষয়ে একেবারেই মুখ খোলেননি নোরা। তবে নোরা তাঁর ইনস্টা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'

নোরা ফাতেহিকে বিমানবন্দরে সম্পূর্ণ কালো পোশাকে দেখা যায়। অভিনেত্রী চোখে কালো চশমা পরেছিলেন। অনেকেই মনে করছেন, চোখ ঢাকতে তিনি এই চশমা বেছে নিয়েছিলেন। তবে তা ক্যামেরার নজর এড়াতে পারেনি।

নোরা ফাতেহিকে বিমানবন্দরে দেখে অনেকেই স্বভাবমতো তাঁর দিকে এগিয়ে যান। অনেকেই সেলফি তুলতে চান নোরার সঙ্গে। অনেক পাপারাৎজিও এগিয়ে যান। তবে নোরা ছবির জন্য পোজ দেননি। বরং যাঁরা সেলফি তুলতে আসেন নোরার সঙ্গে, তাঁদের সবাইকে সরিয়ে দেন নোরার দেহরক্ষী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন