ঢাকা      মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
শিরোনাম

সেট হলে বড় ইনিংস খেলতে হবে: পারভেজ হোসেন ইমন

IMG
07 July 2025, 9:31 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে এখন সিরিজে চোখ বাংলাদেশের। আগামীকাল মঙ্গলবার পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ সোমবার সংবাদ সম্মেলনে এলেন আগের ম্যাচে ৬৭ রানের ইনিংস খেলা পারভেজ হোসেন ইমন।

সিরিজ জয় নিয়ে ইমন বলেন, 'সিরিজ আমাদের বড় সুযোগ, ম্যাচ জিতলে ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আবারও আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা সর্বশেষ ম্যাচ জেতার পর সবার মধ্যে ওটা তৈরি হচ্ছে, সবাই হাসিখুশি আছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ম্যাচটা জেতার, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।'

ইমন খেলতে নামেন ওপেনার হিসেবে। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ ছিল যতোটা সম্ভব ইনিংস লম্বা করার। এ নিয়ে বাঁহাতি এই ব্যাটার বলেন, 'আমরা লম্বা করতে পারিনি, যেটা সত্যি। আউট হওয়ার পর আমার মধ্যে অনেক খারাপ লাগা কাজ করতেছিল, হয়তোবা সেট হয়ে গেছি। উইকেট ভালো ছিল, ওটা একশো করা যেত। আউট হওয়ার পর খারাপ লাগতেছিল। হৃদয় ভাই দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন। এটাই আমাদের টিম মিটিংয়ে বলা হচ্ছে, সবাই বলতেছে যে আমরা যদি সেট হই, তাহলে আমাদের বড় ইনিংস খেলতে হবে।'

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন