ঢাকা      শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
শিরোনাম

কপিল শর্মার ক্যাফেতে ভয়াবহ হামলা

IMG
11 July 2025, 2:24 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা সম্প্রতি কানাডার এক শহরে ক্যাফে নির্মাণ করেছেন। তাঁর স্ত্রী গিনিও এই ক্যাফের সঙ্গে যুক্ত। ক্যাফের নাম 'ক্যাপস ক্যাফে'। এই খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন কপিল ও গিনি‌। খুশির ঢেউ উঠেছিল তাঁদের ভক্তদের মাঝে। তবে এবার এই ক্যাফে ঘিরে এলো আতঙ্কের খবর।

সম্প্রতি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা একাধিক রাউন্ড গুলি চালিয়েছে। ঘটনার সময় ক্যাফেটি বন্ধ ছিল। ফলে কোনও প্রাণহানির খবর নেই। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, স্থানীয় সময় রাত প্রায় একটা নাগাদ কয়েকজন হামলাকারী ক্যাফের সামনে এসে পরপর গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে।

ঘটনার পর কপিল শর্মার টিম জানিয়েছে, ক্যাফেটি সম্প্রতি চালু হয়েছে এবং এটি কপিল শর্মার একটি স্বপ্নের প্রকল্প। কপিল বর্তমানে কানাডায় নেই। তবে তিনি এই খবর শুনে বেশ মর্মাহত।

উল্লেখ্য, কানাডায় এর আগেও ভারতীয়দের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে কোনও দুষ্কৃতিকারীদের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসন জনগণকে শান্ত ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। কপিল শর্মা বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

কমেডিয়ান হিসাবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন কপিল। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' দর্শকদের নজর কেড়েছে। কমেডি শোর পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন কপিল। সিনে দুনিয়ায় জনপ্রিয়তা অর্জনের পর পরই ভিনদেশে ক্যাফে খুলেছেন কপিল। কমেডি তারকার ক্যাফে ঘিরে উন্মাদনাও চোখে পড়েছে। এর মধ্যেই দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্যের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন