ঢাকা      শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
শিরোনাম

ঋণের কিস্তি পরিশোধ না করায় বিআরডিবি অফিসে তালাবদ্ধ নারী

IMG
11 July 2025, 11:43 AM

চুয়াডাঙ্গা, বাংলাদেশ গ্লোবাল: ঋণের টাকা সম্পূর্ণ পরিশোধ না করতে পারায় এক নারীকে অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক মাঠ কর্মকর্তার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় জীবননগর উপজেলা বিআরডিবি কার্যালয়ে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এক বছর দুই মাস আগে বিআরডিবি থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন ওই নারী। কিস্তির মেয়াদ শেষ হওয়ার চার মাস পরও তারা পুরো টাকা পরিশোধ করতে পারেননি। এ নিয়ে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাকে অফিসে ডেকে তালাবদ্ধ করে রাখা হয়।

গতকাল সন্ধ্যায় ভুক্তভোগীর ছোট ছেলে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন, ‘আমার মা অসুস্থ। অনেক কষ্টে আজ ১০ হাজার টাকা নিয়ে অফিসে এসেছিলাম। কিন্তু পুরো টাকা না দিতে পারায় তারা আমার মাকে অফিসের বারান্দায় তালা লাগিয়ে আটকে রেখেছে।’

অভিযোগের বিষয়ে বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ‘১৪ মাস আগে তিনি ঋণ নিয়েছিলেন। কিন্তু কিস্তির টাকা ফেরত দিচ্ছেন না। অনেকবার বলা সত্ত্বেও টাকা পরিশোধ না করায় আমার ওপর অফিস থেকে চাপ এসেছে। এমনকি আমার বেতনও বন্ধ করে দিয়েছে অফিস।’

তিনি আরও বলেন, ‘আমি উনাকে অফিসে রেখে বাজারে গিয়েছি। তারপর রুমে ফিরে নামাজ পড়েছি, ওষুধ খেয়েছি। এরপর অফিসে এসে দেখি এতো মানুষ।’

অফিস কক্ষে তালাবদ্ধ থাকা অবস্থায় ঋণগ্রহীতা নারী বলেন, ‘আমি সব টাকা দিয়ে দেবো। এখনই একসাথে সব দেওয়া সম্ভব নয় বলে তারা আমাকে আটকে রেখেছে। আমি অসুস্থ বলার পরেও আমাকে আটকে রেখে চলে যায়।’

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাত আটটার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে ওই নারীকে উদ্ধার করে।

জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ছুটে এসেছি। এটি অত্যন্ত অনভিপ্রেত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন