ঢাকা      শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
শিরোনাম

কানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

IMG
11 July 2025, 3:28 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক চাপালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন। বাকি দেশগুলির উপর ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক ধার্য করা হবে বলে তিনি ঘোষণা করেছেন। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি চিঠি প্রকাশ্য করেন তিনি।

সেখানে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক চালু হবে। কানাডা প্রত্যাঘাত করলে শুল্ক আরো বাড়বে বলেও হুমকি দেন তিনি। কানাডার উপর যুক্তরাষ্ট্রের রপ্তানি শুল্ক এপ্রিলে ঘোষিত ২৫ শতাংশ থেকে এক ধাক্কায় ৩৫ শতাংশ করা হয়েছে। এই পরিস্থিতি নিঃসন্দেহে কার্নিকে বিপদে ফেলবে।

ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য সমঝোতার চেষ্টা চালাচ্ছেন তিনি। ট্রাম্প চিঠিতে লিখেছেন, ''কানাডা যদি আমার সঙ্গে একযোগে কাজ করে যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের প্রবেশ বন্ধ করে, তাহলে আমি পরে শুল্কের এই হার পরিবর্তনের কথা ভাববো।''

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন