ঢাকা      শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
শিরোনাম

কোনো অপরাধীকে প্রশ্রয় দেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

IMG
12 July 2025, 1:45 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনও প্রশ্রয় দেয় না, কোনদিন দেবেও না। এক্ষেত্রে বিএনপির অবস্থান 'জিরো টলারেন্স'। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শুক্রবার (১১ জুলাই) রাতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ওই ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি, এটা নোংরা রাজনীতির চর্চা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন