ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মেক্সিকোর জন্য ৩০ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি আগামী পহেলা আগস্ট থেকেই কার্যকর হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এই দুই বাণিজ্য অংশীদার যদি পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে তাদের ওপর আরও উচ্চ আমদানি শুল্ক আরোপ করবেন বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইইউ এর আগে পহেলা আগস্টের আগেই ওয়াশিংটনের সাথে একটি চুক্তির বিষয়ে আশা প্রকাশ করেছিলো।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করবেন। সেগুলোও পহেলা আগস্ট থেকেই কার্যকর হবে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনকে লেখা চিঠিতে ট্রাম্প লিখেছেন, বাণিজ্য অংশীদারিত্বের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনায় অনেক বছর গেছে। তিনি জানান, "আমরা এই সিদ্ধান্তে এসেছি যে, আমাদের অবশ্যই দীর্ঘমেয়াদে আপনাদের শুল্ক নীতি ও বাণিজ্য বাধার কারণে তৈরি হওয়া বাণিজ্য ঘাটতি থেকে বেরিয়ে আসতে হবে।"
ইইউ ও মেক্সিকোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, তারা যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমদানি শুল্ক আরোপ করে; তাহলে তিনি তাদের ওপর এই ৩০ শতাংশের অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। এর আগে গত ২ এপ্রিল ইইউ থেকে আনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এরপর আলোচনায় অচলাবস্থা তৈরি হলে ট্রাম্প সেটি ৫০ শতাংশে উন্নীত করার হুমকি দিয়েছিলেন। তখন ওয়াশিংটন ও ব্রাসেলস ৯ জুলাইয়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছার আগ্রহ প্রকাশ করেছিল। যুক্তরাষ্ট্রের হিসেবে দেশটির সাথে ২০২৪ সালে এই জোটের বাণিজ্য ঘাটতি ছিলো প্রায় ২৩৫ বিলিয়ন ডলার।
ভন ডের লিয়েন বলেছেন, পহেলা আগস্টের মধ্যে একটি সমঝোতার জন্য কাজ করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত আছে। "আমরা ইইউয়ের স্বার্থ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবো। প্রয়োজনে হলে আনুপাতিক পাল্টা পদক্ষেপ নেয়া হবে," তার বিবৃতিতে বলা হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার বিষয়ে তার 'শক্ত দ্বিমত' রয়েছে। কোন সমঝোতায় পৌঁছানো না গেলে তিনি ইউরোপীয় ইউনিয়নকে গ্রহণযোগ্য পাল্টা পদক্ষেপের প্রস্তুতির কথা বলেছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com