ঢাকা      রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
শিরোনাম

সিইসির সঙ্গে এনসিপির বৈঠক

IMG
13 July 2025, 1:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করতে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ সদস্যের প্রতিনিধি দল। আজ রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে যান তারা। পরে সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তারা বৈঠকে বসেন।

জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর প্রতিনিধি দল।

জানা গেছে, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল থেকে শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। ওই সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এনসিপি শুরু থেকেই শাপলা প্রতীক চেয়ে আসছে। ফলে ইসির এ সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।

এর আগে, গত ২২ জুন নিবন্ধনের জন্য আবেদন করার সময় শাপলা প্রতীক চায় এনসিপি। গত ১৭ এপ্রিল একই প্রতীক চায় মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও। এই প্রতীক নিয়ে একাধিকবার কমিশনের সঙ্গে বৈঠকও করে উভয় দল। শাপলা নিয়ে দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত প্রতীকটি বাদ রাখে কমিশন।

বর্তমানে দেশে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। অবশিষ্ট প্রতীকগুলো নতুন দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ দেবে নির্বাচন কমিশন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন