ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছেন। আজ সোমবার এয়ার ফোর্স ওয়ানের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, “মূলত আমরা ইউক্রেনে প্রচুর উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি।”
রোববার রাতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন এই সরঞ্জামগুলোয় প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভূক্ত থাকতে পারে। ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাশিয়ার মধ্যস্থতার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অসন্তুষ্ট বলে মনে হচ্ছে।
সাংবাদিকদের তিনি বলেন, "ভ্লাদিমির পুতিন ভালো ভালো কথা বলেন এবং সিরিয়ায় সকলের ওপর বোমা বর্ষণ করেন। এটা এমন একটা সমস্যা, আমি যা মোটেও পছন্দ করি না।”
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “তারা আমাদের ১০০ শতাংশ অর্থ দেবে।” এখানে ‘তারা’ বলতে ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন নাকি ন্যাটো সদস্যদের বোঝাচ্ছে তা স্পষ্ট নয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com