ঢাকা      বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

চীন সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

IMG
15 July 2025, 10:35 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চীনে পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধি দল। আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। এ সময় তাদের স্বাগত জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জামায়াতের নেতাকর্মীরা।

বিমানবন্দরে সংবাদ সম্মেলনে সফরের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘সাংহাইয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, আরও অনেক কিছু জানতে চেয়েছেন। আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) দাওয়াতে আমরা চীনের সাংহাইতে যাই। ৩৫ বছরে চীন অনেক উন্নতি সাধন করেছে। তাদের উন্নয়নের দিকগুলো কীভাবে হয়েছে, তা বোঝার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাদের জাতি এবং আমাদের দল বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে কী করতে পারে সেগুলোও বোঝার চেষ্টা করেছি।’

এর আগে, গত ১০ জুলাই রাতে প্রতিনিধি দল নিয়ে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতের শীর্ষ নেতারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন