ঢাকা      বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সি জিনপিংয়ের বৈঠক

IMG
16 July 2025, 6:06 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বেইজিংয়ের মহাগণভবনে মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। সাক্ষাতে সি জিনপিং বলেন, উভয় পক্ষের উচিত চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করা, বহুপাক্ষিক প্ল্যাটফর্মে পারস্পরিক সমর্থন শক্তিশালী করা, দুই দেশের উন্নয়ন ও নিরাপত্তা স্বার্থ সুরক্ষা করা, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে একত্রিত করা এবং আন্তর্জাতিক ব্যবস্থার আরও ন্যায্য ও যুক্তিসঙ্গত বিকাশ নিশ্চিত করতে কাজ করে যাওয়া।

তিনি আরও বলেন, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) প্রতিষ্ঠায় চীন ও রাশিয়া যৌথভাবে প্রচেষ্টা চালিয়েছে। দু’দেশকে পরস্পরকে সাহায্য করে যেতে হবে, এসসিও-র উন্নয়নের দিকনির্দেশনা দিতে হবে, ক্রমাগতভাবে এই সংস্থার মধ্যে নতুন চালিকাশক্তি যোগ করতে হবে এবং কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে একে আরও শক্তিশালী করতে হবে।

এসময় লাভরভ বলেন, রাশিয়া-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আগের চেয়ে উন্নত হয়েছে। চীনের সাথে সম্পর্ককে রাশিয়া যথেষ্ট গুরুত্ব দেয়। চলতি বছর বিশ্বের ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী। এই বছরে রাশিয়া চীনের সাথে উচ্চস্তরের যোগাযোগ বজায় রাখা, বিভিন্ন ক্ষেত্রে কল্যাণকর সহযোগিতা জোরদার করা, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা এবং বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে আগ্রহী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন