ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত মো. আল আমিনকে (২১) গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বনানী থানা সূত্রে জানা যায়, গত রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় মহাখালী কমিউনিটি সেন্টারের পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু ধর্ষণের শিকার হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে মহাখালী টিবি গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আল আমিন মহাখালী বাস টার্মিনালে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com