ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভনে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক’-এর মালিক মো. খায়রুল বাশার বাহারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ'র আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এর আগে, সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলাী তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই খালিদ সাইফুল্লাহ মঙ্গলবার আদালতে তুলে বিএসবি গ্লোবালের কর্ণধার খাইরুল বাসারের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষ আদালত ১০ দিনের বিমান আবেদন মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ বলেন, খায়রুল বাশার ও তার সহযোগীরা কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে ১৪১ জন ভুক্তভোগীর নিকট থেকে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি প্রায় ৪৪৮ জন ভুক্তভোগীর কাছ থেকে ৫৩ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। চূড়ান্ত তদন্ত শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে। আসামির বিরুদ্ধে গুলশান থানায় একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা চলমান রয়েছে। আসামি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে যুক্ত, যারা মানি লন্ডারিংয়ের সঙ্গেও সম্পৃক্ত।
আদালতে হাজিরা শেষে গারদে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা খায়রুল বাশারকে উদ্দেশ্যে করে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এসময় তাদের আঘাতে পুলিশসহ সাধারণ জনতাও আহত হন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com