গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: ময়মনসিংহের ভালুকায় তিন খুনের প্রধান আসামি মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশন থেকে তাকে গ্রেফতার করে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। নজরুল (২৮) নেত্রকোনার কেন্দুয়া থানার সেনের বাজার গ্রামের সন্তু মিয়ার ছেলে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির ইনচার্জ নাজির-উজ-জামান সাংবাদিকদের বলেন, নজরুল স্টেশনে ঘোরাফেরা করছিলেন। ভালুকা থানার পাঠানো ছবি দেখে মঙ্গলবার বিকেল ৫টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা থানার এসআই আমিনুল ইসলামের বরাতে এসআই নাজির বলেন, ‘গাজীপুরের জয়দেবপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে দুই বছর গাজীপুর কারাগারে বন্দি ছিলেন নজরুল। আড়াই মাস আগে বড় ভাই পোশাক শ্রমিক রফিকুল ইসলাম দাদনে ৪০ হাজার টাকা খরচ করে তাকে জামিনে মুক্ত করে নিজের কাছে এনে রাখেন। বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে তিনি অটো রিকশা চালাতেন।
গত সোমবার সকালে ভালুকা পৌর শহরের পনাশাইল এলাকার ভাড়া বাসা থেকে পোশাক শ্রমিক রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা আক্তার (৭) ও ছেলে মো. নীরবের (২) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় রফিকুল কারখানায় ছিলেন। ওই ঘটনায় তিনি বাদী হয়ে ছোট ভাই নজরুলকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। ঘটনার পর থেকে নজরুল পলাতক ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com