ঢাকা      বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল গ্রেফতার

IMG
16 July 2025, 7:44 AM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লার চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মফিজুল ইসলাম মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে। তিনি চান্দিনা পৌরসভার সাবেক মেয়র।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও উত্তরা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। কুমিল্লার চান্দিনা থানাতেও তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মফিজুল ইসলাম ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে চান্দিনা পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং ২০২১ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। রাজনীতিতে তার যাত্রা শুরু হয় ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে। পরবর্তীতে তিনি চান্দিনা উপজেলা যুবলীগে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৯ সাল থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন