ঢাকা      বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি

IMG
16 July 2025, 5:06 PM

গোপালগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হওয়ায় জেলায় ১৪৪ ধারা জারি করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে এনসিপির নেতাদের গাড়ি বহরে দুই পাশ থেকে হামলা চালায় এবং ইট-পাটকেল ছোড়ে। এরপর থেকে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। পুলিশ তাদের পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুরুতেই ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়। হামলাকারীদের ঠেকাতে প্রস্তুতি নিতে দেখা গেছে তাদের।

এদিকে, হামলাকারীদের সরিয়ে দিতে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে। রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়তেও দেখা গেছে। তবে তাদেরও মাঝে মধ্যে পিছু হটতে দেখা যায়। অন্তত চারজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন