গোপালগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সেখানে কারফিউ জারি করেছে সরকার। গতকাল রাত থেকে চলছে ২২ ঘণ্টার কারফিউ।
চলমান কারফিউতে জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সড়কে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে, যারা জরুরি প্রয়োজনে বের হয়ে বিভিন্ন গন্তব্যে ছুটছেন।
আজ সকালে গোপালগঞ্জ পৌরসভার সামনে কয়েকজন গ্রাম পুলিশ সদস্য ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের অবস্থান করতে দেখা যায়। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে বিভিন্ন মোড়ে চায়ের দোকান ও রেস্তোরাঁ খোলা হয়েছে, সেখানে কিছু মানুষের জটলা দেখা যায়। কাঁচাবাজার এলাকায় রাস্তার পাশে ফলের দোকানে বেশ কিছু লোকজন ছিল।
এদিকে, কারফিউয়ের কারণে স্থানীয়ভাবে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত ৮টা থেকে কারফিউ শুরু হয়, যেটি চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com